দেশের জনগণ দ্রুত নির্বাচন দেখতে চায়। সংস্কার সম্পন্ন করে নির্বাচিত সরকার গঠনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে কৃষকদের সংগঠিত করতে মান্নারগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
মিলন বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ধরে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে। বিনা ভোটের সরকার দেশ শাসন করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং দেশের সম্পদ লুট করেছে। এখন পরিবর্তনের সময় এসেছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চায়।
তিনি আরও বলেন, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ৬০০ বিএনপি নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। দেশে এখনও স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র চলছে। তারা জনগণের সম্পদ লুটপাট করে অঢেল সম্পদের মালিক হয়েছে এবং হাজার কোটি টাকা পাচার করেছে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তারা এখনও বিচারহীন অবস্থায় রয়েছে। প্রশাসন যদি তাদের বিচারের আওতায় না আনে, তাহলে বিএনপি ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবে।
তিনি আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষকদের সরকার হিসেবে কাজ করবে এবং কৃষকের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। বিগত সরকার যে নিপীড়ন চালিয়েছে, তাদের উপযুক্ত বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন মান্নারগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমেদ এবং পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, এম এ বারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকুল আলী, জেলা কৃষক দলের নেতা সিরাজুল ইসলাম পলাশ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছালেহ আহমদ প্রমুখ।