সুনামগঞ্জের শাল্লায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়।
বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা ডাকবাংলোর সামনে প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা ডা. ওসমান গনি এবং সঞ্চালনা করেন যুবদল নেতা এরশাদ। বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমানসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পালিয়ে গেছে, তবে তাদের দোসরা এখনও বিভিন্ন সরকারি দপ্তরে অবস্থান নিয়ে সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তারা বলেন, “আমরা বিএনপি নিরব থাকলেও দুর্বল নই। যদি আওয়ামী লীগকে পুনঃস্থাপন করার চেষ্টা করা হয়, তবে এর কঠোর প্রতিবাদ করা হবে।”
এছাড়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে যুগান্তর পত্রিকায় প্রকাশিত মিথ্যা রিপোর্টেরও নিন্দা জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা তাদের অবস্থান আরও দৃঢ় করার ঘোষণা দেন।