লন্ডন ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে জাতীয় ভোটার দিবস পালিত

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান ও সাংবাদিক সোহেল মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন প্রজন্মের মধ্যে সঠিক ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন আহমদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, সাংবাদিক বজলুর রহমান, আলাউদ্দিন, মামুন মুন্সি, সুমন আহমদ ও আবু বক্কর প্রমুখ।

ট্যাগ:
জনপ্রিয়

দোয়ারাবাজারে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশের সময়: ০৯:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান ও সাংবাদিক সোহেল মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন প্রজন্মের মধ্যে সঠিক ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন আহমদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, সাংবাদিক বজলুর রহমান, আলাউদ্দিন, মামুন মুন্সি, সুমন আহমদ ও আবু বক্কর প্রমুখ।