লন্ডন ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন কামাল মজুমদার, জানালেন রাজনীতি ছাড়ার ঘোষণা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতে জানিয়েছেন, তিনি আর রাজনীতি করবেন না এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এ ঘোষণা দেন।

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এ কে এম শহিদুল হক।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের প্রত্যেককে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

‘আজ থেকে রাজনীতি করব না’

শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে কামাল মজুমদার বলেন, “মাননীয় আদালত, আমার বয়স ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী, কারাগারে চিকিৎসা সুবিধাও ঠিকভাবে পাচ্ছি না। আমি আর রাজনীতি করব না। আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর কথা, অথচ আমাকে কারাগারে দিন কাটাতে হচ্ছে।”

‘আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক’

আদালতের শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামাল মজুমদার বলেন, “আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। এই দেশে রাজনীতি করার পরিবেশ নেই। ৭৬ বছর বয়সে আর রাজনীতি করা সম্ভব না। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।”

এ সময় সালমান এফ রহমান, আনিসুল হকসহ অন্য আসামিরা চুপ থাকলেও কামাল মজুমদার সরব ছিলেন।

হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া

আদালতের শুনানি শেষে আসামিদের আবার হাজতখানায় নেওয়া হয়। প্রত্যেকের হাত পেছনে রাখা ছিল, তবে সালমান এফ রহমান ছাড়া বাকিদের এক হাতে হাতকড়া পরানো ছিল।

সাবেক শিল্প প্রতিমন্ত্রীর এই কান্না ও রাজনীতি ছাড়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে ফুটপাত দখলে হাঁসফাঁস জনজীবনঃ উচ্ছেদেও মিলছে না সমাধান

কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন কামাল মজুমদার, জানালেন রাজনীতি ছাড়ার ঘোষণা

প্রকাশের সময়: ০৯:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতে জানিয়েছেন, তিনি আর রাজনীতি করবেন না এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এ ঘোষণা দেন।

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এ কে এম শহিদুল হক।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের প্রত্যেককে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

‘আজ থেকে রাজনীতি করব না’

শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে কামাল মজুমদার বলেন, “মাননীয় আদালত, আমার বয়স ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী, কারাগারে চিকিৎসা সুবিধাও ঠিকভাবে পাচ্ছি না। আমি আর রাজনীতি করব না। আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর কথা, অথচ আমাকে কারাগারে দিন কাটাতে হচ্ছে।”

‘আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক’

আদালতের শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামাল মজুমদার বলেন, “আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। এই দেশে রাজনীতি করার পরিবেশ নেই। ৭৬ বছর বয়সে আর রাজনীতি করা সম্ভব না। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।”

এ সময় সালমান এফ রহমান, আনিসুল হকসহ অন্য আসামিরা চুপ থাকলেও কামাল মজুমদার সরব ছিলেন।

হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া

আদালতের শুনানি শেষে আসামিদের আবার হাজতখানায় নেওয়া হয়। প্রত্যেকের হাত পেছনে রাখা ছিল, তবে সালমান এফ রহমান ছাড়া বাকিদের এক হাতে হাতকড়া পরানো ছিল।

সাবেক শিল্প প্রতিমন্ত্রীর এই কান্না ও রাজনীতি ছাড়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।