লন্ডন ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

বিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকিয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীর উপর্যুপরি ছুরিকাঘাত চালিয়ে হত্যা করেছেন নুর আলী নামে এক যুবক। নিহত গৃহবধূ ফারজানা বেগম (১৯)।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে (প্রাণ কোম্পানি) চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ থেকে বাসায় ফেরেন ফারজানা। এসময় তার হাতে থাকা একটি ব্রেসলেটকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান।

পরে ফারজনাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে নুর আলীও সেখানে উপস্থিত হয়। এসময় পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পরকিয়া সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলেট ও পরকিয়ার বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক নুর আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ট্যাগ:

পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশের সময়: ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকিয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীর উপর্যুপরি ছুরিকাঘাত চালিয়ে হত্যা করেছেন নুর আলী নামে এক যুবক। নিহত গৃহবধূ ফারজানা বেগম (১৯)।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে (প্রাণ কোম্পানি) চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ থেকে বাসায় ফেরেন ফারজানা। এসময় তার হাতে থাকা একটি ব্রেসলেটকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান।

পরে ফারজনাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে নুর আলীও সেখানে উপস্থিত হয়। এসময় পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পরকিয়া সন্দেহ নিয়ে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলেট ও পরকিয়ার বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক নুর আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।