সুনামগঞ্জ দিরাই উপজেলার মাটিয়াপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৮ বাতির সৌর বিদ্যুৎ প্রদান করেছেন প্রবাসীরা।
মাটিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের আয়োজনে গতকাল দুপুরে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিয়াপুর গ্রামের প্রবীণ মুরুব্বী হাজী আব্দুর রহিম মাস্টার।
এ সময় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, প্রবাসী সদস্য গ্রামবাসীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রবাসীদের এমন মহৎ কর্মে এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত ট্রাস্টের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
উল্লেখ্য, মাটিয়াপুর গ্রামের সকল (প্রবাসী) মিলে প্রতিষ্ঠা করেন মাটিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্ট। উক্ত ট্রাস্টের অনুদানে গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুদান দিয়ে আসছেন তারা এবং ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।