লন্ডন ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের নিচ থেকে বেঁচে ফিরলেন শিক্ষার্থী

রাজধানীর তেজগাঁও এলাকার রেললাইনে হাঁটার সময় ধাক্কা খেয়ে লাইনের উপর পড়ে যান এক শিক্ষার্থী। এ সময় একটি মালবাহী ট্রেন তার শরীরের উপর দিয়ে চলে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
বুধবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মধ্যে আটকা পড়ে শুয়ে আছেন। আর রেললাইনের উপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ঐ শিক্ষার্থীকে নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন। কেউ বলছেন, একটুও না নড়তে। আবার কেউ বলছেন, মাথা না উঁচু করতে। এভাবেই কেটে যায় শ্বাসরুদ্ধকর মিনিট দেড়েক। এরপর ট্রেন থামলে সেখান থেকে ঐ শিক্ষার্থী বেরিয়ে আসেন।

জানা যায়, শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ধাক্কা খেয়ে তিনি রেললাইনে পড়ে যান। তখনই দেখতে পান একটি মালবাহী ট্রেন ঐ লাইন দিয়ে আসছে। মূহুর্তের মধ্যেই তিনি রেললাইনে শুয়ে পড়েন। লাইনের মাঝামাঝি থাকায় কোনো বিপদ হয়নি। ট্রেন থামার পরই তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বিষয়টি আমি ৫/৭ মিনিট আগেই জেনেছি। আপাতত বিস্তারিত কোনো তথ্য নেই। জেনে বলতে পারব।

ট্যাগ:
লেখক সম্পর্কে

জনপ্রিয়

চলন্ত ট্রেনের নিচ থেকে বেঁচে ফিরলেন শিক্ষার্থী

প্রকাশের সময়: ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

রাজধানীর তেজগাঁও এলাকার রেললাইনে হাঁটার সময় ধাক্কা খেয়ে লাইনের উপর পড়ে যান এক শিক্ষার্থী। এ সময় একটি মালবাহী ট্রেন তার শরীরের উপর দিয়ে চলে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
বুধবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মধ্যে আটকা পড়ে শুয়ে আছেন। আর রেললাইনের উপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ঐ শিক্ষার্থীকে নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন। কেউ বলছেন, একটুও না নড়তে। আবার কেউ বলছেন, মাথা না উঁচু করতে। এভাবেই কেটে যায় শ্বাসরুদ্ধকর মিনিট দেড়েক। এরপর ট্রেন থামলে সেখান থেকে ঐ শিক্ষার্থী বেরিয়ে আসেন।

জানা যায়, শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ধাক্কা খেয়ে তিনি রেললাইনে পড়ে যান। তখনই দেখতে পান একটি মালবাহী ট্রেন ঐ লাইন দিয়ে আসছে। মূহুর্তের মধ্যেই তিনি রেললাইনে শুয়ে পড়েন। লাইনের মাঝামাঝি থাকায় কোনো বিপদ হয়নি। ট্রেন থামার পরই তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বিষয়টি আমি ৫/৭ মিনিট আগেই জেনেছি। আপাতত বিস্তারিত কোনো তথ্য নেই। জেনে বলতে পারব।