দিরাইয়ে একাধিক চুরি-ডাকাতি ও হত্যা মামলার আসামি আকবর হোসেনকে চুরির প্রস্তুতিকালে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার রাত ২টার দিকে পৌর শহরের হাসপাতাল এলাকায় চুরির প্রস্তুতিকালে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামের কনাই উল্লাহর ছেলে আকবর হোসেন (৩৮) কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে কিছুদিন পূর্বে দিরাই থানা রোডস্থ ফিজায় ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও ২০১১ সালে দিরাই বাজারে সংঘটিত একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আকবর হোসেন।
দিরাই থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।