দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্রপ্রার্থী কাঁচি প্রতীকে বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে বেসরকারি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টায় দিরাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ভোট কেন্দ্রসমূহের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২ আসনে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) পেয়েছেন ৩৬ হাজার ৪২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ৪০ হাজার ৪৪০ ভোট, গণতন্ত্রি পার্টি মনোনীত কবুতর প্রতীকের মিহির রঞ্জন দাস ১৮৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী সাবেক যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান ১ হাজার ৮৫০ ভোট।
বৈধ ভোটের সংখ্যা ৭৮ হাজার ৯০২ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬৬টি, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭৯ হাজার ৯৬৮টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৪১ দশমিক ৩২ শতাংশ। মোট ভোট কেন্দ্র ছিল ৭৪টি, এরমধ্যে দিরাই পৌরসভার শুকুরনগর, রফিনগর ইউনিয়নের মির্জাপুর ও তাড়ল ইউনিয়নের বাউসি নোয়াগাঁও কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা ও সহিংসতার অভিযোগে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এদিকে শাল্লা উপজেলার ৩৭টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ২২ হাজার ২৪৫টি, কাঁচি প্রতীকের প্রার্থী ২৭ হাজার ৩৩৫টি, কবুতর প্রতীকের প্রার্থী ৬৪টি, ঈগল প্রতীকের প্রার্থী ১১৮টি ভোট পেয়েছেন।