বজ্রপাত রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিরাই উপজেলার বিভিন্ন সড়কে তালগাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রদীপ রায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেনসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপণ করা হয়েছে। এতে একদিকে যেমন সড়কগুলো দৃষ্টিনন্দন হবে অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে।
জানা যায়, উপজেলার হাওর গুলোতে বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। এ উপজেলার মানুষকে রক্ষায় গ্রামীণ সড়কে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার।