লন্ডন ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দিরাইয়ে বিজয় দিবসে বিএনপির বিভক্তি : চার পক্ষের আলাদা কর্মসূচি

মহান বিজয় দিবসেও দিরাই বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। চারটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে দিবসটি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে একটি মিছিল থানা রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রশিদ আহমেদ বাচ্চু, সুজাত আহমেদ ও মুখলেছুর রহমানের নেতৃত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার নেতৃত্বেও পৃথক পৃথক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থেকে সুবিধা নিয়েছেন, তারা এখন বিএনপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। একসময় জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে সুসংগঠিত দলটি আজ তাঁর জীবদ্দশায় চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অযোগ্য নেতৃত্বের আধিপত্যে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, পিআইসি এবং অফিসের নিয়ন্ত্রণ নিয়ে দলীয় গ্রুপগুলোর মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভবিষ্যতে এই পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে বিজয় দিবসে বিএনপির বিভক্তি : চার পক্ষের আলাদা কর্মসূচি

প্রকাশের সময়: ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসেও দিরাই বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। চারটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে দিবসটি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে একটি মিছিল থানা রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রশিদ আহমেদ বাচ্চু, সুজাত আহমেদ ও মুখলেছুর রহমানের নেতৃত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার নেতৃত্বেও পৃথক পৃথক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থেকে সুবিধা নিয়েছেন, তারা এখন বিএনপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। একসময় জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে সুসংগঠিত দলটি আজ তাঁর জীবদ্দশায় চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অযোগ্য নেতৃত্বের আধিপত্যে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, পিআইসি এবং অফিসের নিয়ন্ত্রণ নিয়ে দলীয় গ্রুপগুলোর মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভবিষ্যতে এই পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।