সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, হাওরপাড়ের জনগণের জীবন ও জীবিকার মূল অবলম্বন একমাত্র বোরো ফসল। এই ফসল রক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিক। প্রতিবছর হাওর রক্ষা বাঁধ মেরামতে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে এ বছর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হচ্ছে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশাবাদী, সবার পরামর্শে সময়মতো হাওর রক্ষা বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করতে পারব। কোনো বড় সমস্যা তৈরি হবে না।
মঙ্গলবার দিরাই উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে সব বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
এ সময় স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, পিআইও মনির হোসেন,মনিটরিং কমিটির সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোনায়েম আহমেদ, দিরাই প্রেসক্লাব সভাপতি আব্দুল বাছির সরদার প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শাল্লা উপজেলা হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় বক্তব্য রাখেন।