লন্ডন ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মরমি কবি হাসন রাজার ১৭০তম জন্মদিন আজ

 

বাংলা মরমি গানের অমর স্রষ্টা হাসন রাজার ১৭০তম জন্মদিন আজ। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে জন্ম নেওয়া এই কিংবদন্তি কবি জমিদার পরিবারের সন্তান হয়েও নিজের শিল্পকর্ম ও মানবিক আদর্শ দিয়ে সবার হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।

হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন জমিদার, আর মা হুরমত বিবি। মাত্র ১৫ বছর বয়সে জমিদারীতে অভিষিক্ত হাসন রাজা জীবনের প্রথমদিকে বেপরোয়া ও ভোগবিলাসী ছিলেন। কিন্তু জীবনের মধ্যপথে এসে তিনি ভিন্ন পথে হাঁটেন। নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তার অন্বেষণে মগ্ন হয়ে পড়েন। তাঁর গানে নশ্বর জীবনের উপলব্ধি, স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা এবং অপরাধবোধ বারবার ফুটে উঠেছে।

“আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে,” “আমি না লইলাম আল্লাজির নাম রে,” “গুড্ডি উড়াইল মোরে”সহ তাঁর অসংখ্য গান মানবতার চিরন্তন বাণী বহন করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর গানের প্রশংসা করেছিলেন।

১৯০৭ সালে হাসন রাজার ২০৬টি গান নিয়ে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত সংকলন “হাসন উদাস”। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করা এই মরমি কবির কবর লক্ষণশ্রীতে তাঁর মায়ের কবরের পাশে। ভক্ত ও পর্যটকদের দাবি, তেঘরিয়ার হাসন রাজা মিউজিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং তাঁর গানের সুর সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

 

 

 

 

ট্যাগ:

মরমি কবি হাসন রাজার ১৭০তম জন্মদিন আজ

প্রকাশের সময়: ০৭:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

বাংলা মরমি গানের অমর স্রষ্টা হাসন রাজার ১৭০তম জন্মদিন আজ। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে জন্ম নেওয়া এই কিংবদন্তি কবি জমিদার পরিবারের সন্তান হয়েও নিজের শিল্পকর্ম ও মানবিক আদর্শ দিয়ে সবার হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।

হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন জমিদার, আর মা হুরমত বিবি। মাত্র ১৫ বছর বয়সে জমিদারীতে অভিষিক্ত হাসন রাজা জীবনের প্রথমদিকে বেপরোয়া ও ভোগবিলাসী ছিলেন। কিন্তু জীবনের মধ্যপথে এসে তিনি ভিন্ন পথে হাঁটেন। নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তার অন্বেষণে মগ্ন হয়ে পড়েন। তাঁর গানে নশ্বর জীবনের উপলব্ধি, স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা এবং অপরাধবোধ বারবার ফুটে উঠেছে।

“আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে,” “আমি না লইলাম আল্লাজির নাম রে,” “গুড্ডি উড়াইল মোরে”সহ তাঁর অসংখ্য গান মানবতার চিরন্তন বাণী বহন করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর গানের প্রশংসা করেছিলেন।

১৯০৭ সালে হাসন রাজার ২০৬টি গান নিয়ে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত সংকলন “হাসন উদাস”। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করা এই মরমি কবির কবর লক্ষণশ্রীতে তাঁর মায়ের কবরের পাশে। ভক্ত ও পর্যটকদের দাবি, তেঘরিয়ার হাসন রাজা মিউজিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং তাঁর গানের সুর সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।