সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরের ছলিমপুর গ্রাম সংলগ্ন এলাকায় বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। গত বছরও এই এলাকায় ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হলেও এবার প্রয়োজনীয় স্থানে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি।
জানা গেছে, দেখার হাওরের একাংশে টলামারা স্লুইস গেটের দুই পাশে মাটি ভরাট বা ক্লোজার বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া ছলিমপুর, খৈয়াকাইমা, ভৈষা বিলের খাড়া এবং গছিলারা কালাডোয়ার স্থানে ফসলরক্ষা বাঁধ নির্মাণের অভাবে শত শত একর জমির বোরো ফসল আগাম বন্যার ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, উজান থেকে সুরমা নদীর ঢলের পানি প্রবেশ করলে এই হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। কৃষক আব্দুল আলী বলেন, “এবার বাঁধ না হওয়ায় আমাদের ফসলের জমি বন্যার ঝুঁকিতে রয়েছে। এখনো সময় আছে, দ্রুত এই বাঁধ নির্মাণ করা উচিত।”
অন্যদিকে কৃষক সুজাত মিয়া বলেন, “প্রতিবছর যেখানে বাঁধ নির্মাণ করা হয়, এবার তা হয়নি। সামান্য পানিতেই ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।” কৃষক সাহেব আলীও জানান, “বরাদ্দ যাই হোক, ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা জরুরি।”
লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, “হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরমা নদীর পানি ও মোল্লাপাড়া ইউনিয়নের খাল থেকে আসা পানি হাওরে প্রবেশ করে ফসল ঝুঁকিতে ফেলে।”
পানি উন্নয়ন বোর্ডের সদর উপজেলার এসও আতিকুর রহমান জানান, “এবার ছলিমপুরের পাশে ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য কেউ উদ্যোগ নেয়নি, ফলে পিআইসি গঠন হয়নি।”
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “গত বছর এই এলাকায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। এবার হাওর নিরাপদ রাখতে অন্যত্র বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তবে স্থানীয় কৃষকরা দ্রুত প্রয়োজনীয় স্থানে ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন।