বাংলাদেশ বিমানের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার গন্তব্যের ফ্লাইট বন্ধ হয়নি, বরং ২ মাস ১০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০২৫ সালের হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এ রুটে ফ্লাইট স্থগিত থাকবে।
বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই গন্তব্যে সপ্তাহে তিনটি ফ্লাইট থাকলেও গত অক্টোবরে তা কমিয়ে দুইটিতে আনা হয়, যা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ম্যানচেস্টার সিটির ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলর আবদুল জাব্বার ফ্লাইট চালু রাখার জন্য গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠান। তিনি জানান, ম্যানচেস্টারে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির বাস, যাঁরা সরাসরি ফ্লাইটের মাধ্যমে নির্বিঘ্নে দেশে যাতায়াত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে ফ্লাইট সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং উড়োজাহাজ পরিবর্তন ও সমন্বয় করা হয়েছে। তবে হজ ফ্লাইট শেষ হওয়ার পর ১১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় সপ্তাহে দুটি ফ্লাইট চালু হবে।
যাত্রীদের সুবিধার্থে ১১ জুলাইয়ের পর এই গন্তব্যের টিকিট বিমান সেলস কাউন্টার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে। যাঁরা ১ মে থেকে ১০ জুলাইয়ের মধ্যে ফ্লাইটের টিকিট কিনেছেন, তাঁরা বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নিতে পারবেন বা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে তারিখ পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি, যাত্রীরা চাইলে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটেও ভ্রমণ করতে পারবেন বিনা খরচে।