লন্ডন ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলন, দুইজনের কারাদণ্ড

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ সময় একটি অ্যাস্কেভেটর ও লরি গাড়ি জব্দ করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আপন সরকার (২২) ও ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৌলা মিয়া (৪৪)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ভাটগাঁও গ্রামের কৃষিজমি থেকে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করা হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এ তথ্য পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ইউএনও জনি রায় অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত দুই ব্যক্তি অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করলে আপন সরকারকে পাঁচ দিনের ও মৌলা মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি খননযন্ত্র ও একটি লরি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩” অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী দুইজনকে কারাগারে পাঠানো হবে।

ট্যাগ:
জনপ্রিয়

ধর্মপাশায় কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলন, দুইজনের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৫:১৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ সময় একটি অ্যাস্কেভেটর ও লরি গাড়ি জব্দ করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আপন সরকার (২২) ও ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৌলা মিয়া (৪৪)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ভাটগাঁও গ্রামের কৃষিজমি থেকে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করা হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এ তথ্য পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ইউএনও জনি রায় অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত দুই ব্যক্তি অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করলে আপন সরকারকে পাঁচ দিনের ও মৌলা মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি খননযন্ত্র ও একটি লরি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩” অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী দুইজনকে কারাগারে পাঠানো হবে।