বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, গাড়িচালক পদকে কারিগরি পদ হিসেবে ঘোষণা, পদ নাম পরিবর্তন, আউটসোর্সিং প্রথা বাতিল, ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণসহ ৯ দফা দাবি জানিয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ ইলিয়াস মিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কাজল চন্দ্র আচার্য্য, উপদেষ্টা জসিম উদ্দিন, উপদেষ্টা ময়না মিয়া, সভাপতি মোরাদ হোসেন, সহ-সভাপতি মাসুদ আলী ও মোঃ ফারুকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহিতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ সহিদ আলী প্রমুখ।
স্মারকলিপি জমা দেওয়ার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”