দোয়ারাবাজারে সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ নানা অনিয়মের অভিযোগে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনুর নেতৃত্বে পরিচালিত অভিযানে সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে চিকিৎসকবিহীন আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা, আবাসিক ভবনে ল্যাব পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়।
লাইফএইড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার এবং মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ অন্যান্য অনিয়মের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আবু সালেহীন জানান, সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা এবং আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা বেআইনি।