সুনামগঞ্জ সীমান্ত এলাকায় গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান রোধে ব্যাপক সাফল্য দেখিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি ২৫ লাখ টাকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি অস্ত্র, বিস্ফোরক, মাদক, বিদেশি শাড়ি, কসমেটিক্স, গাঁজা, মদ, চিনি, ফুচকা, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকৃত রসুনসহ অন্যান্য সামগ্রী। এছাড়াও, চোরাচালানে ব্যবহৃত ২৩টি ট্রাক, ৫৬টি মোটরসাইকেল, ১৮টি অটোরিকশা এবং ৩২৩টি নৌকাও আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান রোধের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক পাচার বন্ধে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে।