সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামের পাপ্পু চন্দ্র (২৫) নামে এক যুবক ছাতকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে ছাতক উপজেলার জাউয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পাপ্পু চন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়নের নওয়াগাও গ্রামের দিনেশ চন্দ্রের ছেলে। তিনি ছাতকের জাউয়া বাজারে জনতা ব্যাংকে আনসার ভিডিপির নিরাপত্তা সদস্য ছিলেন।
জানা যায়, সোমবার রাতে তার রুমে ভিতরে দীর্ঘ সময় বন্ধ দেখে সহকর্মীরা পুলিশ খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে গলায় দড়ি বাধা ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।