লন্ডন ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রুহুল আমীন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমীন। গতকাল বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম) জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত ওসি রুহুল আমীনের নাম ঘোষণা করেন।

গত ডিসেম্বর মাসে জগন্নাথপুর থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় তাঁকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি রুহুল আমীন।

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি রুহুল আমীন গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় যোগদান করেন। এরআগে তিনি জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে ওসি হিসেবে জগন্নাথপুর থানায় যোগদানের প্রথম মাসেই তিনি শ্রেষ্ঠত্বের এ গৌরব অর্জন করেন।

শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

 

ট্যাগ:
জনপ্রিয়

রুহুল আমীন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশের সময়: ০৬:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমীন। গতকাল বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম) জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত ওসি রুহুল আমীনের নাম ঘোষণা করেন।

গত ডিসেম্বর মাসে জগন্নাথপুর থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় তাঁকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি রুহুল আমীন।

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি রুহুল আমীন গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় যোগদান করেন। এরআগে তিনি জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে ওসি হিসেবে জগন্নাথপুর থানায় যোগদানের প্রথম মাসেই তিনি শ্রেষ্ঠত্বের এ গৌরব অর্জন করেন।

শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।