বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির রাখেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া সরদার, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামসুল ইসলাম সুভাষ প্রমুখ।