টাঙ্গুয়ার হাওরের অন্তর্গত সংসার বিলে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও কোনা জাল জব্দ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মহোদয়ের নির্দেশনায় টাঙ্গুয়ার হাওর সংলগ্ন সংসার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।