বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দিরাই উপজেলা ও পৌর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দিরাই পৌরশহরের থানা রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি জালাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।
অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।