সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নাসির মিয়া (৫০), পিতা-মৃত শমরাজ মিয়া; আলম মিয়া (১৯), পিতা-ফজলুল হক; এবং নাজিব মিয়া ওরফে মজিব মিয়া (২৫), পিতা-মৃত আছন আলী। এরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯, সিলেট জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।