লন্ডন ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় ধাপ

 

শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ও আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের।

মোনাজাতের প্রথম ১১ মিনিট কোরআনের আয়াত ও উর্দু ভাষায় দোয়া করা হয়, এরপর ১৯ মিনিট বাংলা ভাষায় দোয়া পরিচালিত হয়। এতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং পরকালীন মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। আবেগঘন এই মুহূর্তে অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব বয়ান দেন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে।

ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই লাখো মুসল্লি তুরাগতীরে জড়ো হন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্বিঘ্নে ইজতেমায় অংশ নেওয়ার জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

গত ৩০ জানুয়ারি শুক্রবার থেকে তাবলিগ জামাতের জোবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হয়। ৩ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য এ বছরই শেষ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে ফুটপাত দখলে হাঁসফাঁস জনজীবনঃ উচ্ছেদেও মিলছে না সমাধান

শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় ধাপ

প্রকাশের সময়: ০৮:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

 

শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ও আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের।

মোনাজাতের প্রথম ১১ মিনিট কোরআনের আয়াত ও উর্দু ভাষায় দোয়া করা হয়, এরপর ১৯ মিনিট বাংলা ভাষায় দোয়া পরিচালিত হয়। এতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং পরকালীন মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। আবেগঘন এই মুহূর্তে অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব বয়ান দেন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে।

ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই লাখো মুসল্লি তুরাগতীরে জড়ো হন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্বিঘ্নে ইজতেমায় অংশ নেওয়ার জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

গত ৩০ জানুয়ারি শুক্রবার থেকে তাবলিগ জামাতের জোবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হয়। ৩ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য এ বছরই শেষ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।