ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মকসুদুর রহমান (৩৮) উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র ও দিলোয়ার হোসেন (৩৫) একই গ্রামের মো. সিরাজ উদ্দিনের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান, দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জি আর ২০০/২৪ মামলার পলাতক আসামী মো. মকসুদুর রহমান ও দিলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।