ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম আসন্ন সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি নিজেকে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে তুলে ধরেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি সংসদে গিয়ে জনগণের অধিকারের কথা বলতে চাই। কোনো রকম দ্বন্দ্ব বা সংঘাতে বিশ্বাস করি না। বরাবরই মানুষের অধিকার আদায়ে কাজ করেছি, সংসদে গিয়েও এ লড়াই চালিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “ছাতক-দোয়ারার মানুষ উন্নয়ন চায়, তবে সম্মানের সঙ্গেও বাঁচতে চায়। প্রতিটি মানুষকে যথাযথ সম্মান দেওয়া আমার অভ্যাস, আমি তাদের কষ্টও বুঝি। দিন বদলের স্বপ্ন পূরণে জনগণ এবার ভোটের অধিকার চায়। আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি আধুনিক ও মডেল আসনে রূপান্তর করতে চাই।”
নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেকে আমাকে বলেছেন, তারা এমন একজন এমপি চান, যিনি মানুষের কথা শুনবেন, সম্মান করবেন এবং কাজ ও কথার মধ্যে মিল রাখবেন। শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দিলেই হবে না, তা বাস্তবায়ন করাও জরুরি।”
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমার লক্ষ্য শুধু উন্নয়ন নয়, মানুষের অধিকার নিশ্চিত করাও।”