লন্ডন ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জ অতিরিক্ত টোল আদায় বন্ধে মৎস্য ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

 

সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কিচেন মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে জেলা মৎস্য সমবায় সমিতি ও উপজেলা মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিচেন মার্কেটের দুটি সমিতির ৭০০ জন ব্যবসায়ী মৎস্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত রয়েছেন। বর্তমানে ইজারাদারকে শতকরা ৩ টাকা হারে টোল প্রদান করতে হচ্ছে, যেখানে ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রে এই হার মাত্র ৫০ পয়সা। উচ্চ হারে টোল আদায়ের ফলে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, যা মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং খুচরা মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এমতাবস্থায়, কিচেন মার্কেটের টোল হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা বা ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রের সমপরিমাণে নির্ধারণ করার দাবি জানানো হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

সুনামগঞ্জ অতিরিক্ত টোল আদায় বন্ধে মৎস্য ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

প্রকাশের সময়: ০৭:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কিচেন মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে জেলা মৎস্য সমবায় সমিতি ও উপজেলা মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিচেন মার্কেটের দুটি সমিতির ৭০০ জন ব্যবসায়ী মৎস্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত রয়েছেন। বর্তমানে ইজারাদারকে শতকরা ৩ টাকা হারে টোল প্রদান করতে হচ্ছে, যেখানে ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রে এই হার মাত্র ৫০ পয়সা। উচ্চ হারে টোল আদায়ের ফলে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, যা মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং খুচরা মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এমতাবস্থায়, কিচেন মার্কেটের টোল হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা বা ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রের সমপরিমাণে নির্ধারণ করার দাবি জানানো হয়েছে।