যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি)-র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই বৈঠকে সংগঠনের নেতারা বিগত ৩০ বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির ভূমিকা তুলে ধরেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হাই কমিশনের সহযোগিতা কামনা করেন।
হাই কমিশনার আবিদা ইসলাম জিএসসির কার্যক্রমের প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে জিএসসি ও হাই কমিশন যৌথভাবে কাজ করবে। সভায় বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহায়তা, ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টার-এর মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জন্য জিএসসির কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
জিএসসির নেতারা ইস্ট লন্ডনে তাদের কার্যালয়কে কনস্যুলার সার্ভিসের জন্য ব্যবহার করার আহ্বান জানান, যাতে স্থানীয় কমিউনিটির মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারেন। তারা হাই কমিশনের কনস্যুলার সার্ভিস বেইসমেন্ট থেকে উপরের কোনো ফ্লোরে স্থানান্তরের অনুরোধ জানান, যাতে বয়োবৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল সহজ হয়। পাশাপাশি এনআইডি কার্ড সংক্রান্ত সেবা সহজীকরণেরও আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, সহ-সভাপতি আরজু মিয়া এমবি ও এম এ মালেক, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপারসন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপারসন রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপারসন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপারসন আজাদ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপারসন মো. ইসবাহ উদ্দিন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি তৌফিক আলী মিনার, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, স্পোর্টস সেক্রেটারি আবদুল মালিক কুটি, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।
মতবিনিময় শেষে জিএসসির পক্ষ থেকে হাই কমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।