সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ। যাওয়ার আগে ভাইয়ের মোবাইলে মেসেজ দিয়ে জানিয়েছেন, তিনি আর স্বামীর সংসার করবেন না। এ ঘটনায় ক্ষুব্ধ স্বামী থানায় মামলা করেছেন।
ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে ঘটেছে। মামলার বাদী আলমগীর জানান, দুই বছর আগে পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার মেয়ে শিমলা আকতারের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। শুরুতে সংসার সুখের হলেও কিছুদিন আগে তিনি স্ত্রীকে একটি স্মার্টফোন কিনে দেন। এরপর থেকে স্ত্রী আচরণে পরিবর্তন আসে, যা নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়।
গত ১ ফেব্রুয়ারি শিমলা বাবার বাড়ি যেতে চাইলে আলমগীর তাকে সেখানে পৌঁছে দেন। ৭ ফেব্রুয়ারি ফেরার কথা থাকলেও ৬ ফেব্রুয়ারির সন্ধ্যায় শিমলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
আলমগীরের দাবি, তার স্ত্রী স্বর্ণালংকার (দুই ভরি সোনা, আট ভরি রুপা) ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানে, কিন্তু তথ্য গোপন করছে।
এদিকে, শিমলার বাবা ফুল মিয়া বলেন, “আমার মেয়ে সংসারে ভালোই ছিল। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা জানতাম না। স্বামী-স্ত্রীর মধ্যে কী হয়েছে, সে ব্যাপারেও আমি অবগত নই।”
স্বামী আলমগীর জানান, স্ত্রী ও টাকা উদ্ধারে মামলা করার পর থেকেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”