২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি)। এই উপলক্ষে তার পরিবার ও স্বজনদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের কৃতি সন্তান। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরীর ছোট ভাই। ২০০৯ সালের ওই বিদ্রোহের নামে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দিরাই উপজেলার সরমঙ্গলে পারিবারিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, সুনামগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল এবং সন্ধ্যায় শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্বজনদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।