আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি সম্পাদনা করে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা হলো—
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিরাই গণমিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, “আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। যতদিন সমাজের বিভিন্ন বৈষম্য দূর করতে না পারবো, ততদিন আমাদের লড়াই চলবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা এনসিপির সমর্থক মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ। এছাড়া দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীও আলোচনায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।