সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক স্থানে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জয়নাল আবেদীন (৫০) হাসপাতালের সরকারি কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের ভাড়াটে বাসায় মোছা. নুরুননেছা (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পৈতৃক বাড়ি কুমিল্লায়।
জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।