সচিবালয়ের আগুন লাগা ৭ নম্বর ভবনে প্রবেশের অনুমতি পাওয়ার পর ভবনটির ঝুঁকি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা জানান।
বুধবার দিনগত রাত দুইটার কিছু আগে সচিবালয়ের নয় তলা বিশিষ্ট সাত নম্বর ভবনে আগুন লাগে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।
আগুনে ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর প্রায় পুরোপুরি পুড়ে গেছে। এই চারটি ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।
সচিবালয়ের আগুন লাগা ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ। পুরানো এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে নাকি এটি সংস্কার করা সম্ভব হবে- এটি আপনারা নিরূপণ করছেন কি না জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব বলেন, এখন পর্যন্ত আমাদের ওই ভবনটিতে প্রবেশের অনুমতি নেই। সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা যখন সেটি ছাড়বেন এবং আমরা সেখানে প্রবেশের অনুমতি পাবো, তখন আমরা সেটি দেখবো।
প্রবেশের অনুমতি পাওয়ার পর ভবনটির ঝুঁকি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন হামিদুর রহমান খান। আগুন নেভার পর পুরো ভবনটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।