লন্ডন ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দিরাই জয়পুর হাওর রক্ষায় বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি কৃষকদের

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের জয়পুর গ্রামের কৃষকরা উদগল বিল হাওর ও ছায়ার হাওর রক্ষায় বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি জানিয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি জানিয়ে জয়পুর গোপালপুর লৌলারচর ও চাককুয়া গ্রামের অর্ধশতাধিক কৃষক স্বাক্ষরিত একটি পত্রে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের  কাছে অভিযোগ জানান স্থানীয় কৃষক অতুল ভৌমিক।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ২০২৪ সালের প্রকল্প বণ্টন প্রক্রিয়ায় জয়পুর ভাঙ্গার ১ম, ২য় ও ৩য় খণ্ড হাওররক্ষা বাঁধ প্রকল্পটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আশঙ্কা করছেন, প্রকল্প বাতিল হলে ২০১৭ সালের মতো ভয়াবহ বন্যায় হাওর এলাকার কৃষি উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

কৃষক অতুল ভৌমিক বলেন, “২০১৭ সালের অকাল বন্যায় হাওরের ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রতি বছর বাঁধগুলো নির্মাণ করা হয়েছে, যা আমাদের ফসল রক্ষা করেছে। কিন্তু এবছর প্রকল্পটি বাতিল করার কথা শুনে আমরা আতঙ্কিত। প্রকল্পটি বন্ধ হলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”

এছাড়া কৃষকরা স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত এই প্রকল্পটি পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করে তাদের জীবিকা এবং হাওর রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাই জয়পুর হাওর রক্ষায় বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি কৃষকদের

প্রকাশের সময়: ০৬:৪৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের জয়পুর গ্রামের কৃষকরা উদগল বিল হাওর ও ছায়ার হাওর রক্ষায় বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি জানিয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) বাঁধ প্রকল্প পুনর্বহালের দাবি জানিয়ে জয়পুর গোপালপুর লৌলারচর ও চাককুয়া গ্রামের অর্ধশতাধিক কৃষক স্বাক্ষরিত একটি পত্রে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের  কাছে অভিযোগ জানান স্থানীয় কৃষক অতুল ভৌমিক।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ২০২৪ সালের প্রকল্প বণ্টন প্রক্রিয়ায় জয়পুর ভাঙ্গার ১ম, ২য় ও ৩য় খণ্ড হাওররক্ষা বাঁধ প্রকল্পটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আশঙ্কা করছেন, প্রকল্প বাতিল হলে ২০১৭ সালের মতো ভয়াবহ বন্যায় হাওর এলাকার কৃষি উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

কৃষক অতুল ভৌমিক বলেন, “২০১৭ সালের অকাল বন্যায় হাওরের ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রতি বছর বাঁধগুলো নির্মাণ করা হয়েছে, যা আমাদের ফসল রক্ষা করেছে। কিন্তু এবছর প্রকল্পটি বাতিল করার কথা শুনে আমরা আতঙ্কিত। প্রকল্পটি বন্ধ হলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”

এছাড়া কৃষকরা স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত এই প্রকল্পটি পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করে তাদের জীবিকা এবং হাওর রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক।