মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের তিন সদস্য। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন স্থানীয় ব্যক্তি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় আটককৃত আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের ৭ এপিবিএন-এর একটি দল কুলাউড়া থানার সহযোগিতায় আমানিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আর্জু মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার এবং তিন চোরাকারবারিকে আটক করা হয়। তবে অভিযান চলাকালে প্রায় শতাধিক লোক পুলিশের ওপর আক্রমণ চালিয়ে আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহতরা হলেন এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। এছাড়া তিন স্থানীয় ব্যক্তি আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পুনরায় আটক ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।