লন্ডন ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি)  দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, সদস্য নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হক।

সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রদলের জন্মলগ্ন থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে উজ্জ্বল ভূমিকা রয়েছে। মামলা-হামলার শিকার হয়েও ছাত্রদল সংগ্রাম চালিয়ে গেছে। জুলাই বিপ্লবে ১২০০ শহিদের মধ্যে আমাদের ৬৫৩ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। খুনি হাসিনা সরকারের আমলে ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় কোনোভাবেই বৃথা হতে দেওয়া যাবে না।’

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে ফুটপাত দখলে হাঁসফাঁস জনজীবনঃ উচ্ছেদেও মিলছে না সমাধান

সুনামগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি)  দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, সদস্য নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হক।

সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রদলের জন্মলগ্ন থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে উজ্জ্বল ভূমিকা রয়েছে। মামলা-হামলার শিকার হয়েও ছাত্রদল সংগ্রাম চালিয়ে গেছে। জুলাই বিপ্লবে ১২০০ শহিদের মধ্যে আমাদের ৬৫৩ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। খুনি হাসিনা সরকারের আমলে ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় কোনোভাবেই বৃথা হতে দেওয়া যাবে না।’