শনিবার দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাহিরপুরে বিদ্যুৎ ছিল না। বিনা নোটিশে লোডশেডিং থাকায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। কৃষি মৌসুমে হঠাৎ টানা ৬ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং থাকায় হাওরপাড়ের কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পড়েছেন নানামূখী বিপাকে।
ভাটি তাহিরপুর গ্রামের শনির হাওরপাড়ের কৃষক আলমগীর খোকন বলেন, তার জমিতে পানি সেচ দেয়ার সময় ছোট সেলো মেশিনটি বিকল হয়ে যায়। মেরামতের জন্য তাহিরপুর বাজারে ওয়ার্কশপে নিয়ে যাই। কিন্তু বিদ্যুৎ না থাকায় সেলো মেশিনটি আর মেরামত করতে পারিনি।
কৃষি জমিতে পানি সেচ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন ভেলকিবাজি আমাদের আর ভালো লাগছে না।
তাহিরপুর বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী সেনু মিয়া বলেন, শনিবার সারাদিন বিদ্যুৎ না থাকায় তিনি কোন কাজ করতে পারেননি। তিনি আরো জানান, এ মৌসুমে শুধু কৃষি যন্ত্রাংশের কাজ করেন তারা। (এ রিপোর্ট লেখা সন্ধ্যা সাতটা পর্যন্ত তাহিরপুরে কোন বিদ্যুৎ ছিল না)
এ বিষয়ে পল্লী বিদ্যুতের বাদাঘাট উপকেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার একরামুল হাসান জনি’র সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।