সুনামগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী জজ (শিক্ষানবিশ) মো. নসরুল্লাহ এবং পবিত্র গীতাপাঠ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র। সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সভাপতি মো. হেমায়েত উদ্দীন।
সম্মেলনে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ জামাল। জানানো হয়, জজ কোর্ট কর্তৃক ২০২৪ সালে আদায়কৃত অর্থের পরিমাণ ৪৬ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৪৭১ টাকা। ম্যাজিস্ট্রেসিতে মামলা নিষ্পত্তির হার ১১০%।
দেওয়ানি মামলা নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ বেগম দিলরুবা ইয়াসমিন এবং ফৌজদারি মামলা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।
উন্মুক্ত আলোচনায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বন্দিদের আইনি সুরক্ষা এবং কোর্ট প্রসেস দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও, সুনামগঞ্জ জজশীপে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ নতুন কয়েকটি আদালত স্থাপনের আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা।
সম্মেলনের শেষ পর্যায়ে সহকারী জজ আনিসুর রহমান, যুগ্ম জেলা জজ কাঁকন দে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবিরকে মামলার নিষ্পত্তিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়া জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।