লন্ডন ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

 

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান। এর মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে মৌলভীবাজার জেলায়।

জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৭টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩৩ জন আহত হন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হন। মৌলভীবাজারে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হন, আর হবিগঞ্জে ৮টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় পাঁচটি দৈনিক, দুটি জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং নিসচার স্থানীয় শাখাগুলোর তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৯ জন সিএনজি চালক ও যাত্রী, ৯ জন পথচারী রয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৪ জন নিহত হন, মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে, বৈদ্যুতিক খুঁটি বা গাছে ধাক্কা লেগে ৩ জন প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় ১০ জন চালকও মারা গেছেন।

জানুয়ারি মাসে নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিলেট বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছিলেন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে ফুটপাত দখলে হাঁসফাঁস জনজীবনঃ উচ্ছেদেও মিলছে না সমাধান

সিলেট বিভাগে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

 

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান। এর মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে মৌলভীবাজার জেলায়।

জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৭টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩৩ জন আহত হন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হন। মৌলভীবাজারে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হন, আর হবিগঞ্জে ৮টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় পাঁচটি দৈনিক, দুটি জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং নিসচার স্থানীয় শাখাগুলোর তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৯ জন সিএনজি চালক ও যাত্রী, ৯ জন পথচারী রয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৪ জন নিহত হন, মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে, বৈদ্যুতিক খুঁটি বা গাছে ধাক্কা লেগে ৩ জন প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় ১০ জন চালকও মারা গেছেন।

জানুয়ারি মাসে নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিলেট বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছিলেন।