সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যেও কাজ সম্পন্ন না করেই ১৬ কোটি টাকা তুলে আত্মগোপন করেছেন সিলেটের আওয়ামী লীগ নেতা আব্দুল হানান ওরফে মুরগি হান্নান। ৩৬ কোটি টাকার প্রকল্পের অন্তত ৬-৭ কোটি টাকার কাজ সম্পন্ন না হলেও তিন কিস্তিতে ১৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
নিয়ামতপুর-আনোয়ারপুর সংযোগ সড়ক সংস্কার প্রকল্পের কাজ ২০২৩ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ৪০% কাজও সম্পন্ন হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঢিলেঢালা কাজের গতি এবং প্রকল্প বাস্তবায়নে গাফিলতির কারণে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, মুরগি হান্নান বিল নিয়ে পালানোর পর ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সালেহ আহমদ অ্যান্ড কামরুল অ্যান্ড ব্রাদার্স’ লোকসানের মুখেও নিজেদের সম্মান বাঁচাতে পুনরায় কাজ শুরু করেছে। তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, বর্ধিত মেয়াদের মধ্যেও প্রকল্পের কাজ শেষ হবে না।
এদিকে, বিএনপি নেতা ফেরদৌস আহমদসহ স্থানীয়রা এ দুর্নীতির জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদেরও দায়ী করেছেন। সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানিয়েছেন, বর্ধিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কোনো প্রকল্পে অংশ নিতে দেওয়া হবে না।