জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিনামূল্যে বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসে ঘুষ ছাড়া কার্ড মিলছে না বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ইউনিয়ন পর্যায়ে কার্ড সংগ্রহ করতে না পারা ভোটাররা এখন হয়রানির শিকার হচ্ছেন, তবে ঘুষ দিলে সহজেই কার্ড পাচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে স্মার্টকার্ড বিতরণ করা হলেও অনেক ভোটার অতিরিক্ত ভিড় ও নানা কারণে সময়মতো কার্ড সংগ্রহ করতে পারেননি। পরে উপজেলা নির্বাচন অফিসে গেলে নানা অজুহাতে তাদের মাসের পর মাস অপেক্ষা করানো হচ্ছে, অথচ ৫০০ টাকা দিলেই সঙ্গে সঙ্গেই কার্ড দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাচন অফিসে মাস্টাররোলে কর্মরত অফিস গার্ড মো. হাবিব সারোয়ার সরল ভোটারদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা আদায় করে কার্ড সরবরাহ করছেন। টাকা দিতে না পারলে তাদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে।
উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের বাসিন্দা ফুলেছা বেগম জানান, ছেলেকে স্কুলে ভর্তির জন্য স্মার্টকার্ড প্রয়োজন হলেও সময়মতো কার্ড সংগ্রহ করতে পারেননি। উপজেলা নির্বাচন অফিসে গেলে প্রথমে তাকে দুই মাস অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অফিসের গার্ড হাবিব সারোয়ার ৫০০ টাকা দাবি করলে টাকা দেওয়ার পরপরই তিনি কার্ড হাতে পান।
এ বিষয়ে জানতে চাইলে হাবিব সারোয়ার অভিযোগ অস্বীকার করে দ্রুত মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, যদি কেউ টাকা দিয়ে স্মার্টকার্ড নিয়েছেন, তাহলে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।