লন্ডন ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন গিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেন এসপি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব আহমেদকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে। শোয়েবের দাবি, যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদের কাছ থেকে পাওয়া দেড় লাখ টাকার আইফোনের কারণে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শোয়েব জানান, তার বড় ভাই শহিদুজ্জামান সুজন যুক্তরাজ্যে বসবাস করেন এবং সেখানে কবির আহমদের সঙ্গে তার বিরোধ চলছে। এ নিয়ে যুক্তরাজ্যে কবিরের বিরুদ্ধে একটি মামলা করেন সুজন।

তিনি আরও জানান, ৩ ফেব্রুয়ারি গভীর রাতে পাইগাঁও গ্রামের বাসিন্দা নানু মিয়া তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেন এবং সাদা পোশাকের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে, পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে জাউয়াবাজার মিলন অডিটোরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তবে অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগ:

আইফোন গিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেন এসপি

প্রকাশের সময়: ১২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব আহমেদকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে। শোয়েবের দাবি, যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদের কাছ থেকে পাওয়া দেড় লাখ টাকার আইফোনের কারণে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শোয়েব জানান, তার বড় ভাই শহিদুজ্জামান সুজন যুক্তরাজ্যে বসবাস করেন এবং সেখানে কবির আহমদের সঙ্গে তার বিরোধ চলছে। এ নিয়ে যুক্তরাজ্যে কবিরের বিরুদ্ধে একটি মামলা করেন সুজন।

তিনি আরও জানান, ৩ ফেব্রুয়ারি গভীর রাতে পাইগাঁও গ্রামের বাসিন্দা নানু মিয়া তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেন এবং সাদা পোশাকের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে, পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে জাউয়াবাজার মিলন অডিটোরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তবে অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।