সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদ (আবাসিক) থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।” তবে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশের সূত্রে জানা গেছে, হোটেলের একটি কক্ষে মৃতদেহটি পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি বুধবার রাতে সেখানে ওঠেন। সকালে অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় এবং হোটেল কর্মচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি জিয়াউল হক। তিনি বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো অপরাধের ঘটনা, তা তদন্তের পর জানা যাবে।”