ফাগুনের শুরুতেই বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তার রেশ না কাটতেই সিলেটে বৃষ্টির দেখা মিলল।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে শুরু হয় এ বৃষ্টি। মাঝে মাঝে চমকাচ্ছে বিদ্যুৎ। এই বৃষ্টি যেনো ধুলোময় নগরীতে শীত শেষের উষ্ণতাকে ফের কিছুটা শীতলভাব নিয়ে এসেছে।
এর আগে সিলেটসহ দেশের ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।