সুনামগঞ্জ সদর উপজেলার এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা মৃত মজবিল আলীর ছেলে আরশ আলী (৪৫)-এর বিরুদ্ধে। বর্তমানে ১৫ বছরের ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগীর বড় ভাই সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আরশ আলী পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত করত। আত্মীয়তার সম্পর্ক থাকার সুবাদে সে ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। পরিবারিক অভাবের কারণে ভুক্তভোগীর মা প্রতিদিন বাইরে কাজ করতেন, বাবা দিনমজুরের কাজে থাকতেন। এই সুযোগে আরশ আলী কিশোরীকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করে।
সম্প্রতি কিশোরী শারীরিক অসুস্থতা অনুভব করলে তার মা সন্দেহজনক পরিবর্তন লক্ষ্য করেন এবং কারণ জানতে চাইলে সে ঘটনার কথা স্বীকার করে। পরে পরিবারের সদস্যরা তাকে সুনামগঞ্জের ডক্টর’স ল্যাবে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করান। চিকিৎসক ডা. আফজাল হোসাইনের স্বাক্ষরিত প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম জানান, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।