লন্ডন ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ হল উজ্জ্বল মেহেদী’র নতুন বই ‘আরেক রেভ্যুলুশন’

ঢাকায় একুশে বইমেলায় এবারও শেষদিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হয়েছে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর নতুন বই। তাঁর নিজস্ব ধারার ‘জলোপাখ্যান’ প্রকাশ না করে এবার এ বইটি প্রকাশ হলো। এতে বাংলাদেশের পদত্যাগী বিচারপতি এসকে সিনহার সাক্ষাৎকার ও প্রকাশিত কিছু বিশেষ রিপোর্ট গ্রন্থিত হয়েছে। এ জন্য বইটির নাম ‘আরেক রেভ্যুলুশন’। ঢাকার বইমেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার চৈতন্য প্রকাশনের স্টলে বইটি এসেছে। প্রকাশক রাজীব চৌধুরী জানান, সর্বশেষ আকর্ষণ হিসেবে বইটি মেলায় এলেও বিপণন চলবে বছরজুড়ে। পাশাপাশি বইটির প্রকাশনা অনুষ্ঠান কানাডায় করার প্রস্তুতি নেওয়া হবে। মেলার শেষ দিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হলেও বইটি বছরজুড়ে রকমারিসহ বিভিন্ন অনলাইনমাধ্যমে বিক্রি হবে। সাংবাদিক উজ্জ্বল মেহেদী সত্য কাহিনি অথবা তাঁর সাংবাদিকতার চরিত্র চিত্রণে ‘জলোপাখ্যান’ লিখছেন। সিরিজ গ্রন্থ হিসেবে ২০২৩ সালে একুশের বইমেলায় প্রকাশ হয় প্রথম গ্রন্থ ‘জলজীবিকার জলোপাখ্যান : বারকি, জন বারকি’। ২০২৪-এর বইমেলায় প্রকাশ হয় ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড, ওয়াটার লর্ড’ এবার প্রকাশ হওয়ার কথা ছিল। লেখক জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতির কারণে বইটির কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই সম্ভব হয়নি। পরিস্থিতির পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ফিরে এলে আগামী বইমেলায় প্রকাশ হবে জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘ওয়াটার লর্ড’।

ট্যাগ:
জনপ্রিয়

প্রকাশ হল উজ্জ্বল মেহেদী’র নতুন বই ‘আরেক রেভ্যুলুশন’

প্রকাশের সময়: ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

ঢাকায় একুশে বইমেলায় এবারও শেষদিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হয়েছে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর নতুন বই। তাঁর নিজস্ব ধারার ‘জলোপাখ্যান’ প্রকাশ না করে এবার এ বইটি প্রকাশ হলো। এতে বাংলাদেশের পদত্যাগী বিচারপতি এসকে সিনহার সাক্ষাৎকার ও প্রকাশিত কিছু বিশেষ রিপোর্ট গ্রন্থিত হয়েছে। এ জন্য বইটির নাম ‘আরেক রেভ্যুলুশন’। ঢাকার বইমেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার চৈতন্য প্রকাশনের স্টলে বইটি এসেছে। প্রকাশক রাজীব চৌধুরী জানান, সর্বশেষ আকর্ষণ হিসেবে বইটি মেলায় এলেও বিপণন চলবে বছরজুড়ে। পাশাপাশি বইটির প্রকাশনা অনুষ্ঠান কানাডায় করার প্রস্তুতি নেওয়া হবে। মেলার শেষ দিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হলেও বইটি বছরজুড়ে রকমারিসহ বিভিন্ন অনলাইনমাধ্যমে বিক্রি হবে। সাংবাদিক উজ্জ্বল মেহেদী সত্য কাহিনি অথবা তাঁর সাংবাদিকতার চরিত্র চিত্রণে ‘জলোপাখ্যান’ লিখছেন। সিরিজ গ্রন্থ হিসেবে ২০২৩ সালে একুশের বইমেলায় প্রকাশ হয় প্রথম গ্রন্থ ‘জলজীবিকার জলোপাখ্যান : বারকি, জন বারকি’। ২০২৪-এর বইমেলায় প্রকাশ হয় ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড, ওয়াটার লর্ড’ এবার প্রকাশ হওয়ার কথা ছিল। লেখক জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতির কারণে বইটির কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই সম্ভব হয়নি। পরিস্থিতির পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ফিরে এলে আগামী বইমেলায় প্রকাশ হবে জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘ওয়াটার লর্ড’।