দীর্ঘ ১৬ মাস পর সঠিক হলো ‘দেখার হাওর’ সাইনবোর্ডের নাম। সংশোধন শেষে হাওরপাড়ের মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর নির্দেশে গত বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার আহসনমারায় সাইনবোর্ড সংশোধন করা হয়।
২০২৩ সালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ভুলবশত ‘দেখার হাওর’কে ‘ডেকার হাওর’ নামে সাইনবোর্ড স্থাপন করেছিল। অথচ জেলা প্রশাসকের রেকর্ডে এটি ‘দেখার হাওর’ নামেই লিপিবদ্ধ। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং সংশোধনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
সম্প্রতি উপদেষ্টা ও বিভাগীয় কমিশনারের সফরে বিষয়টি উত্থাপন করা হয়। তাদের মৌখিক নির্দেশে দ্রুত সাইনবোর্ড সংশোধন করা হয়। সংশোধিত সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজারে বিস্তৃত এই হাওরের মোট আয়তন ৪৫,৮৬৯ হেক্টর, যার মধ্যে ২৪,২১৪ হেক্টর আবাদযোগ্য জমি। এ জমিতে বছরে প্রায় ১,৪০,৪০০ মেট্রিক টন ধান উৎপন্ন হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, “স্থানীয় জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে সাইনবোর্ড সংশোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারি রেকর্ডপত্রেও সঠিক নাম লিপিবদ্ধ করা হবে।”
স্থানীয়রা সংশোধনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।